
কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থী
জসিম উদ্দিনের মনোনয়ন পত্র সংগ্রহ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
রোববার ২১ ডিসেম্বর বিকেলে কুমিল্লা-৫ আসনের ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির মনোনীত ধানের শীর্ষের এমপি প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম এর বুড়িচং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এর নিকট থেকে সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির।
বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎদবাদুল বারী আবু,যুগ্ম সম্পাদক রেজাউল করিম আখি, জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, ব্রাহ্মনপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, বুড়িচং উপজেলার উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূইয়া, মনিরুল ইসলাম ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, তানজিবুর রহমান শুভ, যোবায়ের আহমেদ প্রমূখ।