
দেশ ও জাতির কল্যাণ কামনায়
চৌদ্দগ্রামে জৈনপুরের পীরের দোয়া
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর আইডিয়াল দাখিল মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করেছেন জৈনপুরের পীর মুহাঃ ফাররুখ ছেয়ার ছিদ্দিকী।
শনিবার (২০ডিসেম্বর) প্রথম পর্যায়ে মাওঃ আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাকসাম গাজীমুড়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আমিনুল ইসলাম, চৌদ্দগ্রাম নজমিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম মোঃ শামছুদ্দিন, কাশিনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ছুফুয়া ছফরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী শহীদুল্লাহ, কাশিনগর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আয়াত উল্লাহ নূরী, উপাধ্যক্ষ মাওঃ মোনায়েম খান, রানীরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোরশেদ আলম, ইসমাইল হোসেন সিরাজী, মাওঃ আব্দুল লতিফ, মাও আবুল কালাম, মাওঃ নুরে আলম সিদ্দিকী।
স্বাগত বক্তব্য রাখেন কাশিনগর আইডিয়াল দাখিল মাদরাসার অধ্যক্ষ মহসিন কবির।
দ্বিতীয় পর্যায়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, স্থাপনা মালিক সহকারী পুলিশ সুপার মাইনুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহ মিজানুর রহমান, কাছারিপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মাকসুদুর রহমান, যুগিরকান্দি এসকে দাখিল মাদরাসার সহ সুপার মাওঃ নুরুল হক, মাওঃ বাহারুল আলম, মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল জলিল, মাস্টার আব্দুল মান্নান, মাস্টার মোস্তফা কামাল, মাস্টার আব্দুস সাত্তার, পেয়ার আহমেদ, মোঃ মিজানুর রহমান, এডভোকেট বেলায়েত হোসেন, ডঃ শামীম, ডঃ মোঃ মিজানুর রহমান, মোঃ জাফর ইকবাল, মোঃ ইয়াকুব আলী মোঃ আবুল বাশার মিয়াজী, মোঃ আব্দুল মমিন।
মিলাদ পরিচালনা করেন গুণবতী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুল জলিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওঃ শাহ আলম।