ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

আইন আদালত জাতীয় রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

এ বি সিদ্দিক, গাইবান্ধাঃ
 শরিফ ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারি একাধিক সংগঠন।
 শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পৌরশহরের বাহিরগোলা মোড় থেকে শুরু করে বিক্ষোভকারীরা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর বাহিরগোলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানান।
 এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, জুলাই যোদ্ধা রাশেদুজ্জামান রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নূর আলম নূর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম-সমন্বয়ক আজিজুর রহমান, ছাত্র শিবিরের সোহান ইসলাম, শাহীন মিয়া প্রমূখ।
 এসময় বক্তারা ওসমান হাদির ওপর এ হামলাকে পূর্ব-পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করে বলেন, এর দায় ইন্টেরিম সরকার এড়াতে পারে না। সরকার এখনো ফ্যাসিবাদীদের কারো বিচার কার্যকর করনি।
হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার করলেই হবে না, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখতে কঠোর ব্যবস্থা গহণের দাবি করেন।
 উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরে বক্স-কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন।
তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকাৎসাধীন রয়েছেন বলে বিক্ষোভ শেষে বক্তারা সমাবেশে এ তথ্য জানান।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *