ধর্মপাশায় হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামতে গণশুনানি অনুষ্ঠিত

অর্থনীতি জাতীয় রাজনীতি সারাদেশ সিলেট
শেয়ার করুন....,

ধর্মপাশায় হাওরে ফসল রক্ষা বাঁধ

মেরামতে গণশুনানি অনুষ্ঠিত

এম এম এ রেজা পহেল, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২০২৫-২০২৬ অর্থ বছরের বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, সংস্কার বা পুনঃসংসস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষে ধর্মপাশা সদর ইউনিয়নে গণশুনানী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত গণশুনানিতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু প্রমুখ।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *