
ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতায় পুকুরের মাছ ও গাছ লুট
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুর থেকে মাছ ও বিভিন্ন প্রজাতির গাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত ২২ আগষ্ট শুক্রবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি ( আনন্দপুর) এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যপারে ভুক্তভোগী মোঃ জামাল হোসেন ব্রাহ্মণপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আল-আমিন হোসেন বলু (৩৫), মোঃ আলী আকবর (৫০) এবং মোঃ আলী হোসেন (৪০)সহ অজ্ঞাত আরো ৪-৫ জন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৪০ বছর পূর্বে মোঃ জামাল হোসেনের পিতা মৃত জমির আলী অভিযুক্তদের পিতা মৃত আবুল কাশেম থেকে ৩০ শতাংশ জমি ক্রয় করে এবং তাদেরকে জমি বুঝিয়ে দেয়। এর মধ্যে ১৫ শতাংশ জমি দলিল করে দেওয়ার পর অবশিষ্ট জমি পরে দিবে এই বলে প্রতিশ্রুতি দেয়।
কাশেম আলী মৃত্যুবরণ করলে তার ছেলেদের নিকট ১৫ শতাংশ জমির দলিল, মোঃ জামাল হোসেন চাইলে অভিযুক্তরা দলিল না দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট বিকেলে মৃত আবুল কাশেমের ছেলেরা জোরপূর্বক জামাল হোসেনের জায়গা হতে প্রায় ৪০ হাজার টাকার ৩০-৪০ টি গাছ কেটে নিয়ে যায় এবং পুকুরে জাল ফেলে প্রায় দেড় লক্ষ টাকার মাছ লুট করে।
এ ব্যাপারে জামাল হোসেন ও তার পরিবার তাদেরকে বাধা দিলে প্রতিপক্ষ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়।
এ ব্যাপারে অভিযোগকারী জামাল হোসেন বলেন,
সালিশ বৈঠখে ইউনিয়ন চেয়ারম্যান আমাদের জমি বুঝিয়ে দেওয়ার জন্য রায় দেন। অভিযুক্তরা আমাদেরকে উল্টো হুমকি প্রধান করে।
এ ব্যাপারে আমি বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় তাদের বিরুদ্ধে (২৩ আগস্ট) শনিবার অভিযোগ দাখিল করি।