
হবিগঞ্জ-২ আসনে এড. শেখ জিল্লুর
পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
এস এম খলিলুর রহমান রাজু, হবিগঞ্জঃ
আসন্ন ১৩ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী’র পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা বেগম সাথীর কার্যালয় থেকে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বানিয়াচং উপজেলা নায়েবে আমীর ও হবিগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা হাবিবুর রহমান, আসনের সদস্য সচিব ও আজমিরীগঞ্জ উপজেলা আমীর নাছির উদ্দীন চৌধুরী, বানিয়াচং উপজেলা জামায়াতের সেক্রেটারী মোফাজ্জল হোসাইন খান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ মুশতাক আহমদ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।