
কাতারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাতারস্থ লাকসাম-মনোহরগঞ্জ প্রবাসীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ডিসেম্বর কাতারের একটি অভিজাত হোটেলে প্রবাসীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক শামিম আহমেদ।
সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা যুবদলের সাবেক সদস্য ও বাকই ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জালাল হোসেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাকই ইউনিয়ন যুবদলের প্রভাবশালী নেতা মনির আহমেদ, সোহেল রানা সহ লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন স্তরের প্রবাসী নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে জালাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, তার ত্যাগ শ্রম এবং আগামির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তার বেচেঁ থাকা জরুরী আমরা তার দীর্ঘায়ু কামনা করি।
মাহফিলে বক্তারা বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৯ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত আবুল কালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল রাজনৈতিক অগ্রযাত্রা কামনা করেন।
পাশাপাশি আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান তারা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, জাতীয় রাজনীতিতে স্থিতিশীলতা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়।