
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আবুধাবীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাতঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও চট্টগ্রাম বি এন পির স্হায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আবুধাবী মোছাফ্ফাহ বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ আলমের সভাপতিত্বে মোহাম্মদ কামাল এর পরিচালনায় ক্বারি আজিমুল্লাহর কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে আবুধাবী মোছাফ্ফায় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বি এন পির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মুছা আল মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আবুধাবী বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম।
মোছাফ্ফাহ বিএনপির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান, মোছাফ্ফাহ বিএনপির মহিলা সম্পাদিকা আমেনা বেগম, সংগঠনের মুক্তি যুদ্ধবিষয়ক সম্পাদক আলমগীর, দেলোয়ার হোসেন, মোঃ মাহবুব, মোঃ জাফর, মোঃ আলম, মোহাম্মদ ফারুক, শওকত আলী সহ আরো অনেকে।
উক্ত পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।