কুষ্টিয়া পেঁয়াজের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা-কৃষকের কান্না থামছে না 

অর্থনীতি আইন আদালত খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়া পেঁয়াজের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা-কৃষকের কান্না থামছে না 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার কুমারখালীতে এক কৃষকের ১০ শতাংশ জমির পেঁয়াজের চারা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদশা হোসেন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে পশ্চিমপাড়া মাঠে সরেজমিন দেখা যায়, মাঠে কলা, বেগুন, শাক-সবজি, পেঁয়াজ, রসুনসহ হরেকরকম চাষাবাদ করেছেন কৃষকরা। সেখানে কৃষক বাদশার পেঁয়াজের বীজতলা রয়েছে।

বীজতলায় জন্মানো রোপণযোগ্য প্রায় ৯০ শতাংশ চারা কেটে ফেলা রয়েছে। সেখানে আহাজারি করছেন কৃষক বাদশা। পেঁয়াজ চাষি বাদশা হোসেন বিলাপ করতে করতে বলেন, ‌‘১০ শতাংশ জমিতে তিন কেজি পেঁয়াজের বীজ বপন করেছিলাম।

বীজ থেকে যে চারা জন্মেছে তা সপ্তাহখানেকের মধ্যেই তিন বিঘা জমিতে রোপণ করা হবে। সে জন্য জমিও প্রস্তুতির কাজ চলছে। হঠাৎ সকালে আসে দেখি আমার সব শ্যাষ।

৯০ শতাংশ চারা রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে কেটে ফেলেছে। এবার পেঁয়াজ লাগাবনে কীভাবে? সারা বছর বউ-ছোয়াল পাল নিয়ে খাবনে কী?’ তিনি আরও বলেন, বীজ, জমি চাষ, পরিচর্চা বাবদ ৪৫-৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

গত বছর ১০ শতাংশ জমির চারা দিয়ে অন্তত তিন বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। তাতে প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছিল, যা কয়েক লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বিচারের আশায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *