
কুমিল্লা-৯ জুড়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
লাকসাম প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, আপসহীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনজুড়ে দোয়া মাহফিল, মিলাদ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও লাকসাম–মনোহরগঞ্জের ধানের শীষের একক প্রার্থী আবুল কালামের নির্দেশে পুরো আসনজুড়ে এসব কর্মসূচি একযোগে পালন করে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের তারাপুর ও বাকই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বড় পরিসরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ জীবন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
একই সঙ্গে মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, মন্দিরে পূজা-অর্চনা, গীর্জায় বিশেষ প্রার্থনা এবং বৌদ্ধ পেগোডায় শান্তি প্রার্থনা অনুষ্ঠিত হয়—যা পুরো অঞ্চলে এক বিরল আন্তধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
কর্মসূচির অংশ হিসেবে এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, তবারক বিতরণ এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
নেতাকর্মীরা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হলেই দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তাঁর সুস্থতা আমাদের সবার প্রত্যাশা।”
লাকসাম–মনোহরগঞ্জজুড়ে এসব দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচি ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।