সড়ক সংস্কার দাবিতে কুষ্টিয়া–খুলনা মহাসড়ক অবরোধ

অর্থনীতি খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সড়ক সংস্কার দাবিতে কুষ্টিয়া–খুলনা মহাসড়ক অবরোধ

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া–খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবীর, মুখ্য সংগঠক গোলাম রাব্বানী, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি শামীমসহ প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থী ও জনগণের দীর্ঘদিনের যৌক্তিক দাবি কুষ্টিয়া থেকে খুলনা মহাসড়ক সংস্কার করার। এই সড়ক সংস্কারের মতো শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে আমরা একমত পোষণ করছি।

ইতোপূর্বেও বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে আমরা এই ঝুকিপূর্ণ সড়কটি সংস্কারের দাবি জানিয়েছিলাম। কিন্তু তারা বারবার আমাদের আশ্বাস দিয়েও সংস্কার কাজ শুরু করেনি। এই রাস্তা দিয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থী ও লাখ লাখ সাধারণ মানুষ চলাচল করে। কিন্তু প্রশাসন যেন কোন কথাই গায়ে লাগাচ্ছে না।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া–খুলনা মহাসড়কে অসংখ্য খানাখন্দ থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে যাতায়াত করছে। সংস্কারের দাবিতে এর আগেও অবরোধ কর্মসূচি পালন করা হলেও প্রশাসনের কার্যকার পদক্ষেপ না থাকায় সড়ক সংস্কার হয়নি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *