ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি

অর্থনীতি কুমিল্লা কৃষি চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ

সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুল এবং ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। তিনি বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও মস্তিষ্কের বিকাশে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই।

সহজলভ্য পুষ্টিকর খাবারের মধ্যে ডিম অন্যতম। তাই ছোটবেলা থেকেই শিশুদের ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মকবুল হোসেন ভূইয়া, ডা. জসিম উদ্দিন।

এসময়  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার হিসেবে ডিম বিতরণের মাধ্যমে প্রাণিসম্পদ সপ্তাহের সচেতনতামূলক আজকের এ কর্মসূচি সম্পন্ন হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *