
চৌদ্দগ্রামে গণ্যমান্য ও রাজনৈতিক
ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়
মোতালেব হোসেন. কুমিল্লাঃ
বরাদ্দকৃত অর্থ নিয়ে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হবে উন্নয়ন কার্যক্রম নিয়ে বলে মন্তব্য করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন।
আজ দুপুরে উপজেলার ১০ নং বাতিসা ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বসাধারণের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন প্রতিটা ওয়ার্ড ভিত্তিক জনগুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ জনস্বার্থ বিবেচনায় প্রতিটি রাজনৈতিক দলের একটি এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের একটি উন্নয়ন কার্যক্রমের ওয়ার্ড ভিত্তিক অগ্রাধিকার তালিকা (Priority List) প্রস্তুতপূর্বক সকল ওয়ার্ড মিলিয়ে প্রতিটি রাজনৈতিক দল এবং সকল মেম্বার মিলে পুরো ইউনিয়নের একটি উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় প্রতিটি রাজনৈতিক দলের তালিকার সাথে পরিষদের মেম্বারদের তালিকার সমন্বয়ে পুরো ইউনিয়নের জন্য একটি সমন্বিত উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার তালিকা প্রস্তুতপূর্বক ইউএনও বরাবর প্রেরণের নির্দেশ প্রদান করেন।
চলমান ২০২৫-২৬ অর্থবছরে সেই অগ্রাধিকার বিবেচনাপূর্বক প্রাপ্ত তালিকা থেকে আর্থিক বরাদ্দ অনুযায়ী প্রকল্পের অনুমোদন প্রদান করবেন মর্মে জানান।
এছাড়াও সভায় জলাবদ্ধতা, মাদক নির্মূল, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নে জনগণের সম্মিলিত ভূমিকার বিষয়ে ইউএনও স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত শিক্ষকমণ্ডলী, পরিষদের সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সাধারণ মানুষে সহিত মতবিনিময় করেন।
উক্ত সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার জনগণের উন্নয়ন ভাবনার সাথে সরকার তথা উপজেলা প্রশাসনের ভাবনার সমন্বয় ঘটিয়ে বাতিসা ইউনিয়নকে উন্নত, আধুনিক এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জুবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।