চকরিয়ায় মাছের ঘের দখলে নিতে ২ পক্ষের গোলাগুলিতে নিহত-১ !

অর্থনীতি আইন আদালত চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চকরিয়ায় মাছের ঘের দখলে নিতে ২ পক্ষের গোলাগুলিতে নিহত-১ ! 

ইয়ার রহমান আনান, কক্সবাজারঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাছের ঘের দখল নিয়ে স্থানীয় বাসিন্দাদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

গত শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা রামপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শেকাব উদ্দিন (৪০)।

তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মঞ্জুর আলমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রামপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাছের ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই ঘেরের দখল নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

এ সময় শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাছের ঘেরের বিরোধ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *