মুন্সিগঞ্জে বিদেশী মদসহ আটক-৩

আইন আদালত ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

মুন্সিগঞ্জে বিদেশী মদসহ আটক-৩

ওসমান গনি, মুন্সিগঞ্জঃ

মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে ১২ বোতল বিদেশী মদসহ ৩ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পশ্চিম মুক্তারপুর এলাকার তামজীদ বেপারী (২৪), সেলিম মাতবর (২৯) ও মাহবুব হাছান (২৯)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মুক্তারপুর সাকিনস্থ জনৈক হুমায়ন কবিরের চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

আরো পড়ুনঃ

কুড়িগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

এসময় অভিযুক্ত তামজীদ বেপারী ও সেলিম মাতবরকে তল্লাশিকালে ২ লিটার বিদেশী মদ ও তাদের দেয়া তথ্যমতে রাত আনুমানিক সোয়া ১টার দিকে অপর অভিযুক্ত মাহবুব হাছানের (২৯) বসতঘর এর ওয়ারড্রবের ভিতর একটি কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ১০ লিটার বিদেশী মদ জব্দ করা হয়।

তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় এজাহার দায়ের এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *