
কুড়িগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
সংবাদ প্রকাশের জেরে আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসান এবং বাংলা নিউজ ও আজকের পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগরের বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা অবিলম্বে সাংবাদিক এম হাসান ও খোরশেদ আলম সাগরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।