
১১৩ আসনে বিএনপির প্রার্থী বদল
নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১১৩ আসনে নতুন প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকা ঘোষণা করেন।
নতুন প্রার্থীদের মধ্যে নতুন মুখের সঙ্গে দলীয় হেভিওয়েট প্রার্থী যেমন বেগম খালেদা জিয়া, তারেক রহমানও রয়েছেন। উল্লেখযোগ্য নতুন মনোনীতদের মধ্যে আছেন:
দিনাজপুর: দিনাজপুর-১ – মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ – মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ – বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৬ – অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন
নীলফামারী: নীলফামারী-২ – এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৪ – মো. আব্দুল গফুর সরকার
রংপুর: রংপুর-১ – মো. মোকাররম সুজন, রংপুর-৩ – মো. সামসুজ্জামান সামু
কুড়িগ্রাম ও গাইবান্ধা: কুড়িগ্রাম-২ – মো. সোহেল হোসেন কায়কোবাদ, গাইবান্ধা-১ – খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ – মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ – অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ – মোহাম্মদ শামীম কায়সার
জয়পুরহাট ও বগুড়া: জয়পুরহাট-১ – মো. মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ – আব্দুল বারী, বগুড়া-৩ – আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৬ – তারেক রহমান, বগুড়া-৭ – বেগম খালেদা জিয়া
এছাড়া নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান-এর আসনেও নতুন প্রার্থীরা স্থান পেয়েছেন।
নতুন প্রার্থীদের মধ্যে অনেকে আগে কখনো জাতীয় নির্বাচনে অংশ নেননি, আবার অনেক প্রার্থী পূর্ব নির্বাচনে অংশগ্রহণকারী ও দলের অভিজ্ঞ নেতৃবৃন্দ।
বিএনপি জানিয়েছে, এই প্রাথমিক তালিকা মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পরে কার্যকর হবে। এছাড়া, যেসব আসনে জোট বা শরিক দলের সমঝোতা বাকি, সেগুলোতে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।