বুড়িচং পৌরসভায় কয়েকটি গ্রাম অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন 

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং পৌরসভায় কয়েকটি গ্রাম

অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন 

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন কে সম্প্রতি পৌরসভা ঘোষণা করা হয়েছে। এতে উপজেলার ষোলনল ইউনিয়নের বেশ কয়েকটি  গুরুত্বপূর্ণ গ্রাম আগানগর, শিবরামপুর, গাজীপুর, খাড়াতাইয়া, শিকারপুর, কন্ঠনগর, মহিষমারা, মিথিলাপুর, বুড়বুড়িয়াকে অন্তর্ভুক্ত  করার দাবীতে রোববার সকালে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের বসুন্ধরা চত্বরে ঘন্টা ব্যাপী এলাকার সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এলাকাবাসীর দাবী হল উপরে উল্লেখিত গ্রাম গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং  এ সব গ্রাম পৌরসভার আওতায় আনা হলে আয় বর্ধিত হবে এবং এলাকাবাসীর সব দিক দিয়ে উন্নতি হবে। তাই তাদের সবদিক বিবেচনা করে পৌরসভার অন্তর্ভুক্ত করা নেয়ার জোড় দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং  বক্তারা আরও বক্তব্য রাখেন।

এছাড়া এলাকানাসী বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে অবহিত করেন একটি স্মারক লিপির মাধ্যমে।

পৌরসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে  মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামী এমপি প্রার্থী, কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি  আইনজীবী ডক্টর মোবারক হোসাইন, জনপ্রতিনিধি আবদুল সাত্তার মেম্বার, ডাঃ আবদুল জলিল, আধুনিক হসপিটালের মার্কেটিং হেড শাহিন কিবরিয়া, সামাজিক ব্যক্তিত্ব যথাক্রমে ফারক আহম্মেদ, রুবেল মিয়া, সফিকুর রহমান, কনু মিয়া, ছাত্র প্রতিনিধি যথাক্রমে সাগর আহমেদ, প্রান্ত, হাসান মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা আরও বলেন বুড়িচং উপজেলা মধ্য সেন্টার থেকে জগতপুর, পূর্নমতি, যদুপুরের সীমানা ৩ কিঃমিঃ পর্যন্ত অন্তর্ভুক্ত হলে এই পরিধি অনুসারে ষোলনল ইউনিয়নের কিছু অংশ হলেও পৌরসভার আওতাভুক্ত করার দাবি করেন।

ড. মোবারক হোসাইন বলেন তাদের এ দাবি যৌক্তিক, বিশেষ বিবেচনা করে তাদেরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করার জন্য সহমত পোষণ করেন। পরিশেষে ইউনিয়নের জনপ্রতিনিধি,বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, ছাত্র প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি ও গণস্বাক্ষর জমা প্রদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসক ও  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বরাবর স্মারকলিপি প্রেরণ করবেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *