নওগাঁ-১ আসনে জামায়াত ও এলডিপিতে একক-বিএনপিতে একাধিক প্রার্থী

আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নওগাঁ-১ আসনে জামায়াত ও এলডিপিতে একক-বিএনপিতে একাধিক প্রার্থী

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা নওগাঁয় সংসদীয় আসন ছয়টি। নওগাঁর এই ছয়টি আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও জামায়াতে ইসলামী ইতিমধ্যে ছয়টি আসনেই একক প্রার্থী চূড়ান্ত করেছে।
অতীতে নওগাঁ-১ আসনটি ভোটযুদ্ধে আওয়ামী লীগ এবং বিএনপির পালাবদল হয়েছে। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের দখলে থাকা আসনটি এবার পুনরুদ্ধারে মাঠে নেমেছে বিএনপি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নওগাঁ-১ আসনে মনোনয়ন প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব নিকাশ।
জামায়াতসহ অন্যদলগুলোর এককপ্রার্থী থাকলেও বিএনপির রয়েছে ৪ জন প্রার্থী।
স্থানীয় দলীয় কোন্দলে তুঙ্গে বিএনপি। এসব দ্বন্দ্ব কোন্দলের ভিড়ে এগিয়ে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম আহবায়ক সাহানসা চিস্তী। তিনি লড়বেন ছাতা প্রতীক নিয়ে।
নওগাঁ-১ আসন নির্বাচনী এলাকাটি নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলা নিয়ে গঠিত।
সম্ভাব্যপ্রার্থীরা ইতোমধ্যে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এলডিপি সারাদেশে ৮৪ আসনের প্রার্থী ঘোষণায় নওগাঁ-১ আসনে নওগাঁ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম আহবায়ক সাহানসাকে দেওয়া হয়। এরপর থেকে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার ভোটারদের মধ্যে আলোচনায় নতুন মোড় নেয়। মানুষের মুখে এখন সাহানসা নাম জোড়েসোড়ে উচ্চারিত হচ্ছে।
আগামী ভোটে বিএনপি-জামায়াতের প্রার্থীর পরে সাহানসাকে পেয়ে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন।
একাধিক এলাকাবাসী জানান, সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এলাকার যেকোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন। তবে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। কারো মধ্যে কোন ঐক্য নেই।
এক্ষেত্রে এলডিপির একক প্রার্থী সাহানসা রয়েছে ক্লীন ইমেজের নেতা।
জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলার নিয়ে এই আসনে ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটর ২ লাখ ২৬ হাজার ৯২৫ ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ২৪১ জন। হিজড়া ভোটর রয়েছে তিনজন।
নওগাঁ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম আহবায়ক সাহানসা বলেন, দীর্ঘদিন ধরে আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জাতীয় রাজনীতির সাথে জড়িত। মানুষের তথা এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। আগামীদিনেও কাজ করবো।
নওগাঁ-১ আসনে আমাকে মনোনীত করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
আগামী নির্বাচনে নওগাঁ-১ আসনে জনগণের ভোটে ছাতা মার্কা জয়লাভ করবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *