গৌরীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

হুমায়ুন কবির, গৌরীপুরঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন রোড মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের যুব সমাজকে গণতন্ত্র ও জাতীয় স্বাধিকারের আন্দোলনে সম্পৃক্ত করা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যুবদল আজও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।

 

বক্তারা আরও বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *