নিখোঁজে ৩ দিন আইসক্রিম ফ্যাক্টরিতে মিলল কিশোরের মৃতদেহ !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

নিখোঁজে ৩ দিন আইসক্রিম ফ্যাক্টরিতে মিলল কিশোরের মৃতদেহ ! 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় তিন দিন আগে নিখোঁজ হওয়া সাব্বিরের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার গাজীমুড়া এলাকার একটি আইসক্রিম ফ্যাক্টরি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির তিন দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এরপর বুধবার সকালে স্থানীয়রা ফ্যাক্টরির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীমুড়া এলাকার ওই আইসক্রিম ফ্যাক্টরিটি কিছুদিন ধরে বন্ধ ছিল। সকালে শ্রমিকরা ভেতরে প্রবেশ করলে তারা একটি ঘরের কোণে পচা লাশ দেখতে পান। পরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে খবরটি, মুহূর্তেই স্থানীয়দের ভিড় জমে যায়।

নিহতের পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর থেকেই তারা ছেলেকে খুঁজে ফিরছিলেন। কিন্তু কোনো সূত্র না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। আজ সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাব্বিরকে হত্যার পর লাশ ফ্যাক্টরির ভেতরে ফেলে রাখা হয়েছিল। তদন্তের স্বার্থে কিছু বিষয় এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত সাব্বিরের সহপাঠী ও বন্ধুরা বলছে, সে ছিল মিশুক ও পরিশ্রমী এক তরুণ। তার মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এবং ক্ষোভের সঞ্চার হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *