ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে মামলা

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে মামলা

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে ৭ বছরের শিশুকে দর্শনের চেষ্টায় ভিকটিমের বাবা-বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা করেছেন।

মামলায় এজহার ও পুলিশ জানায়, গত ৩ আগস্ট রবিবার উপজেলা সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে ওই শিশুকে একই এলাকার জসীমউদ্দীনের ছেলে শান্ত (১৬) ভিকটিমের বাড়িতে মা বাবা ও আত্মীয় স্বজনের অনুপস্থিতিতে ঘরে ডুকে জোরপূর্বক ৭ বছরের ওই শিশুটিকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে মুখে চাপদিয়ে জোরপূর্বক মেয়ের কাপড় খুলে ধর্ষণ করার চেষ্টা অবস্থায় মেয়ের মা ও তার দাদীর দেখে ফেলে তখন তাদের চিৎকার চেঁচামেচিতে ধর্ষণেরচেষ্টা কারী শান্তকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়।

পরে তার মা ভাই বোন এসে তাদের উপর আক্রমণ চালায় এবং শান্তকে জোরপূর্ব ঘর থেকে বাহির করে দেয় এবং তখন শান্তর আত্মীয় মজিদ সরকারের ছেলে শফিক ও হাছান ভিকটিম সহ মা বাবা দাদীকে হুমকি-ধমকি দেয় এবং বিষয়টি কোন আইন আদালত করলে এর পরিণতি খারাপ হবে বলে তাদের উপর হামলা চালায়।

পরে এলাকাবাসী জানিয়ে ভিকটিমের বাবা সজীব আহমেদ গত ৫ আগষ্ট ব্রাহ্মণপাড়া থানায় ধষণেরচেষ্টা কারি জসিম মিয়ার ছেলে শান্ত ও তার আত্মীয় শফিক ও হাসানের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দাখিল করে।

ঘটনার পর থেকে ধর্ষণের চেষ্টা করি শান্ত পালিয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান ভিকটিম এর বাবার অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণপাড়া থানায় নারী শিশু দমন আইনে মামলা হয়েছে। আমরা ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *