সুন্দরগঞ্জে জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত-১

আইন আদালত দুর্ঘটনা রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

সুন্দরগঞ্জে জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত-১

 
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমির দখল নিতে গিয়ে মনজিল মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছেন অন্ততঃ ১২জন।
স্থানীয়রা জানান, বুধবার (৬ আগষ্ট) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আঃ বাকীর ছেলে জাহেদুল ইসলাম গংয়ের দখলীয় জমি প্রতিপক্ষ মহব্বত আলীর ছেলে মনজিল গং দখল নিতে যান।
এতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে মনজিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এতে নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্ততঃ ১২ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
 ইউপি সদস্য মুঠু মিয়া জানান, ঐ জমি জাহেদুল গংয়ের পূর্ব-পূরুষের আমল থেকে যুগ যুগ ধরে ভোগদখল করছেন।
এ জমিতে স্বত্বদাবী করে মনজিল গং দখল নিতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে মনজিল মিয়া নিহত ও উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
এ জমি নিয়ে মনজিল মিয়া বিজ্ঞ আদালতে মামলা-মোকদ্দমা চলছে বলে তিনি জানেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সকালে জমি নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত মনজিল মিয়ার মরদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযন অব্যাহত আছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *