
লাকসামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল ভারতীয় পন্য উদ্ধার
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান ভারতীয় শক্তিশালী আতশবাজি উদ্ধার করেছে।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্নফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৯০ পিচ (৩৮ প্যাকেট) শক্তিশালী আতশবাজীর চালান আটক করেছে লাকসাম সেনাবাহিনী ও রেলওয়ে জিআরপি পুলিশ বাহিনী। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি।
উদ্ধারকৃত আতশবাজি গুলো রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করা হয় এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নাম জানাতে অনিচ্ছুক জনৈক সেনা সদস্য জানায়, অস্ত্র, মাদকসহ চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তারে আমাদের যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা বিধানে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
অপরদিকে লাকসাম রেলওয়ে জিআরপি থানা ইনচার্জ মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনী গত ৩ দিনে বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ৫২০ প্যাকেট বেক্রফ্রুটি ও ১৬০ প্যাকেট মনগ্রিন এ্যাপল বিদেশী সিগারেট এবং আরও ২২০ প্যাকেট গ্রিন এ্যাপল সিগেরেট, ভারতীয় চকলেটসহ বিভিন্ন পন্য উদ্ধার করে এবং এ ব্যাপারে পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
পৃথক পৃথক মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে লাকসাম রেলওয়ে জিআরপি থানা ইনচার্জ মোঃ জসিম উদ্দিন খন্দকার জানায়, অপরাধী দমনে রেলওয়ে পুলিশ অঙ্গিকারবদ্ধ। নিয়মিত অভিযান চলছে, কোন অপরাধীর স্থান এ এলাকায় নেই।