
শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক রিনা বেগম এবং নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বেশ কয়েকটি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার প্রমাণ মেলে।
এসব অপরাধে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়—মিন্টু ফার্মেসি – ১০,০০০ টাকা, পণ্ডিত ফার্মেসি (মালিক: লিটন পণ্ডিত) – ৫,০০০ টাকা, অজিত মুদির দোকান – ৫,০০০ টাকা, সুমিত মিষ্টান্ন ভাণ্ডার – ১০,০০০ টাকা, হীরা মসলা দোকান (নগেন্দ্র মিল)-২,০০০ টাকা
অভিযান শেষে উপপরিচালক রিনা বেগম বলেন,“বাজারে কিছু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত করে ভোক্তাদের ঝুঁকিতে ফেলছিলেন। আমরা প্রমাণ পাওয়ার পর তাদের জরিমানা করেছি এবং দোকানগুলো তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে ব্যবসা চালুর নির্দেশ দিয়েছি।”
তিনি আরও বলেন,“ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে একই অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালাও করা হতে পারে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেছে—“যদি কোনো দোকানে পণ্য বা সেবায় অনিয়ম লক্ষ্য করেন, তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সরাসরি অভিযোগ জানান।”