
বুড়িচংয়ে কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ন আহবায়কের আত্মার মাগফেরাতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
সোমবার ২০ অক্টোবর বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নির্দেশনায় মরহুম কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ন আহবায়ক, ঢাকা মহানগর তাঁতীদলের আহব্বায়ক কাজী রেজাউল করিম রানার আত্মার মাগফেরাত কামনা করে নিমসার উচ্চ বিদ্যালয় জামে মসজিদে বাদ আছর বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির নেতা মোকাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. টিপু সুলতান, উপজেলা বিএনপির নেতা মোঃ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ কবির হোসেন, লিটন, মোঃ খোকন মিয়া, মোঃ লিটন মিয়া, আবুল হোসেন সুমন, মোঃ হারুন অর রশিদ, সাকিল মিয়া, শাহীনুল ইসলাম, জিয়া উদ্দিন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইউনুস আহমেদ, সাবেক সভাপতি ইউনিয়ন ছাত্র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, নিমসার জুনাব আলী কলেজ শাখার সাবেক সেক্রেটারি মোঃ জাবির হোসেন, ছাত্র দলের নেতা মোঃ সানি, আবু দারুণ নাঈম ও মোঃ মিজানুর রহমান প্রমূখ।
নিমসার উচ্চ বিদ্যালয় জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মুফতি জহিরুল ইসলাম মরহুম কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ন আহবায়ক, ঢাকা মহানগর তাঁতীদলের আহব্বায়ক কাজী রেজাউল করিম রানার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন।