রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

রাজশাহী প্রতিনিধিঃ

ভোটগ্রহণের চারঘণ্টা পর রাকসু নির্বাচনের গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটগণনা শুরু করেন।

ভোট গণনার আগে প্রিসাইডিং ও শিক্ষক প্রতিনিধি এবং পোলিং এজেন্টের ব্যালট বক্স সিলগালা দেখানো হয়। এরপর সিলগালা খুলে শুরুতে ১০০ ব্যালটের ভোট গণনা করে সেটি ম্যানুয়ালি হাতে মিলিয়ে দেখানো হয়।

আরো পড়ুনঃ

গঙ্গাচড়ায় ক্যান্সারে আক্রান্ত মৃত হিন্দু পরিবারের পাশে জামায়াত নেতা

 

রাকসু নির্বাচনের টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. মামুনুর রশিদ খন্দকার বলেন, সন্ধ্যায় সব প্রার্থীর এজেন্টদের নিয়ে ওএমআর মেশিন পরীক্ষা করা হয়। কয়েকটি ব্যালটে পরীক্ষামূলক ভোট দিয়ে সেটি মেশিনে গণনা করা হয়। পরে সেটি সবার সামনে প্রকাশ করা হয়। প্রার্থীদের এজেন্টরাও সেটি মিলিয়ে দেখেন।

তিনি আরও বলেন, ফলাফলে যাতে কারও মনে প্রশ্ন না ওঠে এজন্য এটি করা হয়েছে। ফলে ফলাফল নিয়ে প্রার্থীদের মনে কোনো শঙ্কা তৈরি হবে না।

এবারের রাকসু নির্বাচনে ভোটার ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *