
লাকসামে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
আজ ১৫ অক্টোবর’২৫ ইং বুধবার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন সহ ৫ দফা দাবী আদায়ে ৩য় দফা যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের উপদেষ্টা ও লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা মোরশেদুল আলম।
সভাপতির বক্তব্য রাখেন মাওলানা আহমাদ উল্লাহ।
এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহিদ আল মামুন, দাওয়াত সম্পাদক মাওলানা মনির হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি নেছার উদ্দীন সুমন, সাধা সম্পাদক মাওলানা শাহ মহিউ ফিরোজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন, সহ-সভাপতি ডাক্তার আবদুল মমিন মজুমদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি সালাহুদ্দীন শিহাব, সহসভাপতি নুরে আলম সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ, লাকসাম উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বসহ প্রমুখ নেতৃবৃন্দ।