
বুড়িচংয়ে উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
বুধবার ১৫ অক্টোবর দুপুরে রাজধানী ঢাকায় পুলিশ কর্তৃক শিক্ষক/কর্মচারী নির্যাতনের প্রতিবাদে ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৭৫% উৎসব ভাতা এবং জাতীয়করণ দাবিতে বুড়িচংয়ে অবস্থান কর্মসূচি পালন করছে।
বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষক/র্মচারী দের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর মানববন্ধন কর্মসূচি পালন করে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি নেন।
সার্বিক তত্ত্বাবধানে ও দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।
আরো পড়ুনঃ
কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রধান শিক্ষক আরিফ শাহিন, পুর্ণমতি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, শ্রীমন্ত পুর উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক কামাল হোসেন, মিথিলা পুর উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষ কসাহাদাত হোসেন লিটন, দক্ষিণ শ্যামপুর উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মোহাম্মদ কাইয়ুম খান, বুড়িচং হাজী ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষকফ য়েজ আহমেদ, জগতপুর উচ্চ বিদ্যালয়, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, ছয়গ্রাম আলিম মাদ্রাসা, প্রধান শিক্ষক বাহালুল কবির, কংশনগর উচ্চ বিদ্যালয় , অধ্যক্ষ আবুল হোসেন, বুড়িচং সুন্নীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, সহযোগী অধ্যাপক, গোলাম মোস্তফা, ফকির বাজার সুন্নীয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহকারী প্রধান শিক্ষক, কবির খান বিপ্লব, ভরাসার উচ্চ বিদ্যালয়, উল্মে সালমা খন্দকার, কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক সেলিনা পারভীন, ওমর ফারুক, হুমায়ুন কবির, আবু জাহের চৌধুরী, নেয়ামত উল্লাহ, মুমিনুল ইসলাম, জামাল হোসাইনসহ শতাধিক শিক্ষক কর্মচারী বক্তব্য রাখেন।
আজকের মানববন্ধনে বুড়িচং উপজেলার সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ-ই কর্মসূচি উপজেলা শহীদ মিনারে চলমান থাকবে।