শয়তানের নিঃস্বাস মুখে দিয়ে দেড় লাখ টাকা নিয়ে ২ প্রতারক উদাও

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

শয়তানের নিঃস্বাস মুখে দিয়ে দেড়

লাখ টাকা নিয়ে ২ প্রতারক উদাও

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

শয়তানের নিঃস্বাস মুখে লাগিয়ে দিয়ে এক মাওলানার দেড় লাখ টাকা নিয়ে উদাও হয়েছে ২ প্রতারক। ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর রেইস কোর্স ইস্টার্ন ইয়াকুব প্লাজার সামনে গত ১০ অক্টোবর শুক্রবার।

কুমিল্লা নগরীতে প্রতারক চক্র সৌদি রিয়েলের লোভ দেখিয়ে দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয় ভিম সাবান ! এ নিয়ে প্রতারিত একজন হজ্ব মোয়াল্লেম কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম সংবাদকর্মীদের এই তথ্য জানান।

তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন,নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো.সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাত।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি নগরীর নজরুল এভিনিউতে ১০অক্টোবর একটি মানি এক্সচেঞ্জে যান সৌদি রিয়াল ক্রয় করতে। মানি এক্সচেঞ্জের সামনে দুইজন ব্যক্তি মোয়াল্লেম সেলিমকে এক বান্ডিল রিয়াল দেখিয়ে বলেন-কম দামে বিক্রি করবেন

। তিনি কম দামে পাবেন এই ভরসায় রাজি হলে তাকে রেইসকোর্স এলাকার ইস্টার্ন প্লাজার সামনে টাকা নিয়ে যেতে বলেন। তিনি সেখানে দেড়লাখ টাকা নিয়ে যান।

এক পর্যায়ে প্রতারকের সহকারী সুজন তাকে টিস্যু দিয়ে বলেন-ঘেমে গেছেন মুখ মুছে নিন। মুখ মোছার পর তিনি হুশ হারিয়ে ফেলেন। হুশ ফেরার পর দেখেন তার হাতের টাকা নেই। তাকে একটি ব্যাগ ধরিয়ে দেয়া হয়েছে।

আরো পড়ুনঃ

বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় জামায়াতের ৫ দফা গণদাবীতে মানববন্ধন

তিনি খুলে দেখেন ব্যাগে কাপড় পেছানো একটি ভিম সাবান। আসামিদের ব্যবহার করা ফোন নম্বর থেকে তিনি প্রধান আসামির সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করেন।

এছাড়া তিনি ফোনে প্রধান আসামির ছবি কৌশলে তুলে রাখেন।

অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা নগরীর কান্দিরপাড় ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম ১১অক্টোবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *