বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় জামায়াতের ৫ দফা গণদাবীতে মানববন্ধন

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় জামায়াতের

৫ দফা গণদাবীতে মানববন্ধন

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

বুধবার ১৫ অক্টোবর বিকেলে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার আয়োজনে কুমিল্লা-বুড়িচং,-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার বসুন্ধরা চত্বরে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে দেড় ঘন্টা ব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবী দ্রুত মেনে নিয়ে যথাসময়ে নির্বাচন দেয়ার আহবান জানান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি

ড. এডভোকেট মোঃ মোবারক হোসেন।

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীরবআমির অধ্যাপক মোঃ অহিদুর রহমান

 এবং পরিচালনা করেন যৌথ ভাবে উপজেলা সেক্রেটারি মাওলানা  আবুল হোসাইন

ও সহকারী সেক্রেটারি প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আতিকী, জেলা কর্মপরিষদ সুরা সদস্য অধ্যাপক এডভোকেট আব্দুল আউয়াল, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান

ডভোকেট মুহাম্মদ সাইফুল আলম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সভাপতি অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলার আমির মাওলানা মুহাম্মদ

রেজাউল করিম, উপজেলা সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান।

আরো পড়ুনঃ

চাকসু নির্বাচনের ফল প্রকাশ হবে আগামীকাল

 

আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মোঃ ফারুক চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউনিয়নে আমির এম তাজুল ইসলাম মাষ্টার, মুহাম্মদ সুলতান আহমদ, মুহাম্মদ মুমিনুল হক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ, ওমর ফারুক, মোঃ নুরুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন নয়ন, সার্জেন্ট হাবিবুর রহমান, অধ্যাপক মুহাম্মদ রবিউল আলম, অধ্যাপক মুহাম্মদ মাসুদ আলম মৈশান, অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলাম,  মাওলানা ফখরুল ইসলাম ও গোলাম কিবরিয়া প্রমূখ।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *