
স্বৈরাচারের সকল পথ রুদ্ধ করতে পিআর দিতে হবে: ড. সরওয়ার সিদ্দিকী
লাকসাম প্রতিনিধিঃ
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে গণভোটসহ ৫ দফা দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচিত সরকার ইচ্ছামত যাচ্ছেতাই কাজ করতে পারবে না।
স্বৈরাচারের সকল পথ রুদ্ধ করতে, আর যেন নতুন করে কেউ স্বৈরাচার না হতে পারে, কেউ যাতে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ঐক্যমত কমিশনে একটি বড় দল ও তাদের অনুসারী দু’একটি দল ছাড়া বাকি সবগুলো দল পিআর পদ্ধতির জন্য ঐক্যমতে পৌঁছেছে। তারপরও সরকার গড়িমসি করছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের দৃশ্যমান বিচার করতে হবে। আর যারা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে সেই জাতীয় পার্টিসহ চৌদ্দদলকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ।
এসময় লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেমসহ কয়েক হাজার নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।