
উলিপুরে রংপুর’স বিগ ড্রিম লিমিটেডের শুভ উদ্বোধন
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পাঁচপীর বাজার ভাওয়াইয়া একাডেমির সামনে একটি ভাড়া কৃত হলরুমে হস্তশিল্প ও কুটির শিল্প প্রকল্প এবং আরবিডি এল স্মার্ট বাজার এর শনিবার, সকাল: ১০.০০ টায় এর শুভ উদ্বোধন করা হয়।
হস্তশিল্প ও কুটির শিল্প প্রকল্প এবং আরবিডি এল স্মার্ট বাজার এর শুভ উদ্বোধন করেন। মোঃ হাফিজুর রহমান, প্রতিষ্ঠতা চেয়ারম্যান, আরবিডিএল।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব নূর-এ-আলম সিদ্দিকী (মানিক), ব্যবস্থাপনা পরিচালক, আরবিডিএল।
মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান, আরবিডিএল, মোছাঃ রাবেয়া খাতুন বন্নী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আরবিডিএল, মোছাঃ রত্না খাতুন, ভাইন্যান্স ডিরেক্টর, আরবিডিএল, মোখলেছুর রহমান (মুকুল), এনিরেক্টর, আরবিডিএল, মোছাঃ রোমানা বেগম, ডোগর কুটির শিশু এক্সিকিউটিভ ডিটেক্টর, আরবিডিএল, মোঃ নূরুরুন্নবী হোসেন, সেলামিয়া আরবিডিএল।
ব্যবস্তাপনায়: মোঃ সবুজ মিয়া, উপজেলা ম্যানেজার আরবিডিএল উলিপুর কুড়িগ্রাম।
তাদের মূল লক্ষ্য যে বেকার যুবক, যুবতী ও মহিলাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও কুটির শিল্পে দারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলী করা কর্মসংস্থান নিশ্চিত করা।
হস্তশিল্প ও কুটির শিল্পটি রপ্তানির আয়ের একটি অংশ, কর্মী, কারিগদের জন্য যা সাড়াদেশের প্রতিটি ইউনিয়নে (দুই হাজার) মহিলাদেরকে হস্তশিল্প ও কুটির শিল্পের প্রশিক্ষণ দেয়া হবে।
যেমন= নিত্য প্রয়োজনীয় পন্যে ভর্তুকি দিয়ে সাশ্রয় মূল্যে পন্যে সেবা প্রদান করা।
২। শিক্ষা গ্রে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষা উপকরণ প্রদান করা।
৩। চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানা যায়।