
মহেশপুর সীমান্তে মানব পাচারকালে বিজিবি হাতে আটক-৫
সুমন হোসেন, ঝিনাইদহঃ
গত ৯ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ২ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৬-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলামের মাল্টা বাগানের সামনে কাচা রাস্তার উপর হতে হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৩ জন (নারী-১ এবং শিশু-২) বাংলাদেশী নাগরিক আটক করা হয় এবং ১০ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ৪-৪০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/২১-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বিজিবি বিএসপি পোস্টের সামনে কোদলা নদীর তীরবর্তী স্থান হতে হাবিলদার মোঃ মাইন উদ্দিন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ২ জন (নারী-১ এবং শিশু-১) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
আটককৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান নিশ্চিত করেছে।