জাতীয় কন্যাশিশু দিবস গৌরীপুরে পালিত

জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জাতীয় কন্যাশিশু দিবস গৌরীপুরে পালিত

 

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ

“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে হাফসা বেগম কোরআন তেলাওয়াত করেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম,সহ অনেকে।

স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।

একই দিনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেল্‌প)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে ও জেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আইরিন পারভীন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *