
ভেড়ামারায় ভ্রাম্যমাণ অভিযানে
স্বামী-স্ত্রীর ২ বছর জেল
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চন্ডিপুরে এলাকাবাসীর লিখিত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে মোঃ লুকমান ওরফে লুকু (৫০) এর বাড়িতে আজ রবিবার মাদকদ্রব্য-বিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। সহযোগীতা করেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অফিসার ও সদস্যবৃন্দগণ।
আরো পড়ুনঃ
কার্যত: অভিযান চলাকালে আসামীগণ ও পরিবারের অন্যান্য সদস্যগণ ধারালো হাসুয়া দিয়ে অভিযানকারী সদস্যদের উপর চড়াও হন এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রথম অবস্থায় আসামীগণ অস্বীকার করেন তারা কোন ধরনের মাদক দ্রব্য বিক্রয় করেন না, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রে‘র অনুমতিতে তল্লাশি চালিয়ে ৫ ফাইল টাফেন্টাডল ট্যাবলেট ও বেশ কিছু আলামত পাওয়া যায় মোছাঃ মাজেদা খাতুন (৪০) এর নিকট হতে।
আসামীগণকে মাদক সরবরাহ করতেন জনৈক সুমন নামের একজন ব্যক্তি।
পরবর্তীতে আসামী মোঃ লুকমান (লুকু) ও তার স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন তারা মাদক বিক্রয়ের সত্যতা স্বীকার করেন এবং ভূল স্বীকার করেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ লুকমান (লুকু) কে ২ বছর জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা, অর্থ অনাদায়ে আরো ৬ মাস কারা ভোগ করতে হবে এবং মোছাঃ মাজেদা খাতুন কে ২ বছর জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা অর্থ অনাদায়ে আরো ৩ মাস কারা ভোগ করতে হবে।
জনস্বার্থে মাদক নিধনের এমন অভিযান চলমান থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকগণকে অবহিত করেন।