বুড়িচংয়ে আ’লীগ সম্পাদক ও সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-২

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে আ’লীগ সম্পাদক ও সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-২

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার ও আবিদপুর গ্রামের  এক যুবলীগ নেতাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ৩ অক্টোবর রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে ময়নামতি সিন্ধুরিয়াপাড়া ও আবিদপুর গ্রামে তাদের   নিজ বাড়ি থেকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, গ্রেফতারকৃত আখলাক হায়দার কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি।

আরো পড়ুনঃ

লাকসামে ইসলামী ফ্রেন্টের কাউন্সিল অনুষ্ঠিত

 

গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়েছেন।এছাড়াও সাবেক এমপি বাহার ও এমপি আবু জাহের এর ঘনিষ্ঠ লোক ছিলেন।

আখলাক হায়দার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়া পাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে একই দিন আরেক অভিযানে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রাম থেকে যুবলীগ নেতা আবু মুসাকেও গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র আরও জানায় জুলাই-আগষ্টের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে বলে জানা যায়।

 কুমিল্লা-৬ (সদর আসন) এর সাবেক এমপি বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এর সাবেক এমপি আবু জাহের এর অত্যান্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যাক্তি হিসেবে অত্যান্ত সু-পরিচিত ছিলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময় পুরো উপজেলায় তার একক ইশারায় টেন্ডারবাজি,

চোরা চালান, অস্ত্র বাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম চালাতেন অনেকটা প্রকাশ্যেই।

গুঞ্জন রয়েছে-তিনি বলতেন থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তার কথার বাইরে এক ধাপও চলতে পারতেন না। তার ভয়ে এলাকার মানুষ কেউ কখনো কোন বিষয়ে দ্বিমত পোষণ করার সাহসও দেখাতে পারতেন না।

‎আটকের বিষয়টি জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ

নিশ্চিত করেছেন।

অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে জুলাই-আগস্টের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *