গাজার দিকে একাকী ছুটে চলা ম্যারিনেটও আটক করেছে ইসরাইল

Uncategorized আন্তর্জাতিক জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

গাজার দিকে একাকী ছুটে চলা ম্যারিনেটও আটক করেছে ইসরাইল

 

গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরাইল।

আল জাজিরার খবরে বলা হয়েছে পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে আছেন ছয়জন ক্রু।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকারে মূল বহরে ছিল এমন ৪২টি নৌযানের অবস্থান দেখানো হচ্ছে। এর মধ্যে ম্যারিনেটের পাশেও ‘আটকানো’ লেখা। অর্থ্যাৎ, নৌযানটি এখন আর চলছে না।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে লাইভ ভিডিওতে দেখা যায়, ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি চলছে। তখনও নৌযানটি গাজার জলসীমা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ছিলো।

আরো পড়ুনঃ

সুমুদ ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরাইলে

 

এর আগে ম্যারিনেটের বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছিলো ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছিলো, সক্রিয় যুদ্ধ ক্ষেত্রে প্রবেশের ও অবরোধ ভাঙার চেষ্টা অবশ্যই প্রতিহত করা হবে।

আল জাজিরা জানিয়েছে, গত বুধবার রাত থেকেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রায় বাধা দেওয়া শুরু করেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা। ৪০টি দেশের পাঁচ’শর কাছাকাছি অধিকারকর্মীকে আটক করা হয়েছে।

দ্য ম্যারিনেটসহ ইসরায়েলি সেনারা মোট ৪৪টি নৌযান আটকে দিয়েছে। আটক করেছে প্রায় ৫০০ অধিকারকর্মীকে। গতকাল বৃহস্পতিবার তারা ৪৩টি নৌযান আটকে দেয়। শুক্রবার সকাল পর্যন্ত মূল বহরের একমাত্র সক্রিয় নৌযান ছিলো ম্যারিনেট।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *