লাকসামে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার

আইন আদালত কুমিল্লা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার

লাকসাম প্রতিবিধিঃ

গতকাল রোববার রাতে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খাঁন।

লাকসাম জগন্নাথ মন্দির, দারগা বাড়ী ও বনিক্য বাড়ী মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুভাষ বনিকের বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। শারদীয় দূর্গোৎসব সুন্দর ও শান্তিপুর্ন ভাবে পালনে কোন অপশক্তির তৎপরতা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছে।

তিনি আরও বলেন কিছু লোক অপপ্রচারের লক্ষে স্যোসাল মিডিয়া ব্যবহার করে নাশকতা সৃষ্টি না করতে পারে সে দিকে লক্ষ রাখার আহবান জানান।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খাঁনের সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লাকসাম সার্কেল রাজু আহমদ, লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা, কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুভাষ বনিক, লাকসাম উপজেলার-সভাপতি রনজিত সাহা টাবলু, সাধারণ সম্পাদক-বিশ্বতম সাহা বিশু, রমেন্দ্র ভট্টাচার্য্য, উত্তম সাহা বাচ্চু, দপ্তর সম্পাদক সাংবাদিক চন্দন সাহা, অসীম সাহা প্রমূখ।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খাঁন পুজা মন্ডলের আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *