গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন

আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদের

আহবায়ক কমিটি অনুমোদন

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মণ্ডল এবং সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।
নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সুবেদ আলী (গেজেট নং ৯৫১৩)। যুগ্ম-আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসিম এবং সদস্য-সচিব হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ (গেজেট নং ১৮৬১)।

https://www.sangbadtoday.com/?p=3373

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম (গেজেট নং ১৪৫৫), বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম (গেজেট নং ১৪৩১), বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন (গেজেট নং ৯৮২৬) ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (গেজেট নং ৩৮৮৮)।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সদস্যবৃন্দসহ গৌরীপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ অনুমোদনের অনুলিপি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অফিসার, স্থানীয় সরকার প্রকৌশলী এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর পাঠানো হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *