বিএনরি বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-সামিরা আজিম দোলা

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বিএনরি বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে
সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-
সামিরা আজিম দোলা

মশিউর রহমান সেলিম, লাকসামঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কর্ণেল (অব:) আনোয়ারুল আজিমের কন্যা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেছেন, এ দেশে আর কোন ফ্যাসিবাদ-স্বৈরাচারী শাসন কায়েম করতে দেয়া হবে না এবং কাউকে গনতন্ত্র হত্যা করার সুযোগ দেয়া হবে না ।

 

এ দেশকে আর কখনোই তাবেদার রাষ্টে পরিনত করতে দেয়া হবে না। আজ এবং আগামীর প্রতিটা ৫ই আগষ্ট হয়ে উঠুক গনতন্ত্র-সুশাসন প্রতিষ্টা আর মানবিক মানুষ গড়ে উঠার অঙ্গিকারের দিন। এই সুমহান অঙ্গিকার ও রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের র্দীঘ যাত্রায় বিএনপি দেশেল সকল গনতন্ত্রকামী মানুষের পাশে থাকবে।

আজ বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউপি বিএনপি আয়োজিত বান্দুয়াইন মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথীর ভাসনে আরো বলেন, ২০২৪ এর ৫ই আগষ্ট শুধু একটি স্বৈরচারী সরকারের পতনের দিন নয়, এটি গনতান্ত্রিক চেতনার পূন: জাগরনের দিন।

স্বৈরাচারী হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের দু:সহ নির্যাতনে জন্ম নেয়া ছাত্র-জনতার লড়াই ও বিরত্বই এ দিনটিকে স্বরনীয় করে তুলেছে।

জনগনের ভোটাধিকার হরন, গুম-হত্যা, দমন-পীড়ন, অর্থনৈতিক লুট পাটে, বাক স্বাধিনতা হরন আর বিচারহীনতার সংস্কৃতি এ দেশের মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে তার প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় ৫ই আগষ্ট এর মতো এ গণ বিষ্পোরন।

বিএপিতে কোন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের ঠাই নেই। শহীদ জিয়া এ দেশে বহুদলীয় গনতন্ত্র চালু করে গেছেন। আমার পিতা কর্ণেল আজিম বিগত ২৫বছর এ আসনে ধানের শীষের কান্ডারী ছিলেন।

মনোহরগঞ্জের খিলা ইউপি বিএনপি নেতা মাষ্টার সরওয়ার আলমের সভাপতিত্বে উক্ত জনসভায় বিএনপি নেতা হাজী জসিম উদ্দীন, হাজী আমির হোসেন, মহিন উদ্দিন, খাজা আহম্মেদ, ইসমাইল হোসেন, চেয়ারম্যান আবদুল মতিন, শরিফ হোসেন, জহিরুল হক, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান পারভেজ, আ: সামাদ সরকার, আ: মবিন মজুমদার, মাষ্টার কাজী মোশারেফ হোসেন, মিলন হোসেন, মিজানুর রহমান, এড. নুরুল আলম, বাবর হোসেন, শওকত হোসেন সেলিম, মাসুদ আলম, বিল্লাল হোসেন জিল্লু, মহসিন ভুঞাসহ বিভিন্ন ইউপি থেকে আগত বিএনপি, যুবদল, শ্রমিক দল কৃষক দল, সেচ্ছা সেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *