গাইবান্ধায় নদী থেকে শিক্ষিকার মৃতদেহ উদ্ধার !

আইন আদালত দুর্ঘটনা রংপুর শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

গাইবান্ধায় নদী থেকে শিক্ষিকার

মৃতদেহ উদ্ধার !

 
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধায় ঘাঘটনদী থেকে তাসমিন আরা নাজ (৪৪) নামে স্কুল শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জেলা সদরের পূর্ব-কোমরনই মিয়াপাড়া এলকায় ঘাঘটনদীতে  শিক্ষিকার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
শিক্ষিকা নাজ মিয়া বাড়ির নাজির হোসেনের মেয়ে ও আমজাদ মিয়ার ভাগ্নি ও জীবনে তিনি ছিলেন কুমারী।
সম্প্রতি তিনি জেলা সদরের আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলী হয়ে এনএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
 স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে শিক্ষিকা নাজ বাসা থেকে বেড় হয়।  দুপুরে পূর্ব-কোমরনই ঘাঘট নদীতে মরদেহ ভাসতে দেখতে পান। এরপর থানায় খবর দিলে নদী থেকে শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
  সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে ইউডি মামলা হয়েছে।

https://www.sangbadtoday.com/?p=3247


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *