এগার বছর পর রায়পুরে বিএনপির সম্মেলন নতুন কমিটি ঘোষনা

আইন আদালত চট্টগ্রাম রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

এগার বছর পর রায়পুরে বিএনপির

সম্মেলন নতুন কমিটি ঘোষনা

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১১ বছর পর আজ শনিবার সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের সরকারি মাচ্চেন্টস একাডেমির মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সন্ধা ৭টায় উপজেলা কমিটি এবং দ্বিতীয় অধিবেশনের পর কাউন্সিলরদের দেওয়া ভোট গণনা শেষে রাত ৮টায় কমিটি ঘোষণা হয়েছে।

উপজেলা কমিটিতে সভাপতি পদে নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক পদে সফিকুর রহমান ভুঁইয়া নির্বাচিত হয়েছেন। আর পৌর বিএনপির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মত এবিএম জিলানি ও সাধারণ সম্পাদক হিসেবে ভিপি নজরুল ইসলাম লিটন নির্বাচিত হয়েছেন।

নাজমুল ইসলাম মিঠু কমিটির আহ্বায়ক ও সফিক ভুঁইয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আর এবিএম জিলানি বর্তমান কমিটির আহবায়ক ও ভিপি নজরুল ইসলাম লিটন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন।

অপরদিকে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সাবেক সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার ফয়সাল ও বিএনপির সদস্য এডভোকেট খায়রুল আলম এবং পৌরসভা বিএনপির সাংগঠনিক হিসেবে সাবেক যুবদল নেতা আনিসুল হক ও ডাঃ মুকুল মিয়াজি নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ।

পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

আরো পড়ুনঃ

জনগণের ভোটে বিএনপি’র বিজয় হবে : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য রায়পুরের সাবেক এমপি আবুল খায়ের ভুইয়া, প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিশেষ বক্তা জেলা কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানি এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু।

কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির আহবায়ক  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি।

বিগত সরকারের লোকজন উপজেলা ও পৌরসভার সম্মেলন পণ্ড করে দিয়েছে। আমাদের নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা করে নানা অত্যাচার-নির্যাতন করেছে। তাদের অত্যাচারে অসংখ্য মামলার হুলিয়া মাথায় নিয়ে আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে। আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনে নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

’ উপজেলা কমিটির নতুন সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও পৌর কমিটির নতুন কমিটির সভাপতি এবিএম জিলানি বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগের শত বাধা–বিপত্তি, মামলা-হামলাতেও পিছিয়ে না পড়ে আমরা দলের নেতা-কর্মীদের পাশে ছিলাম। তাই এই নেতা-কর্মীরা আমাদেরকে মূল্যায়ন করেছেন; তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *