
লাকসামে ইসলামী আন্দোলনের নির্বাচনী সেন্টার দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে লাকসাম পৌর অডিটরিয়ামে ‘নির্বাচনী সেন্টার দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব।
উক্ত তারবিয়াতে উদ্বোধক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ।
এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও লাকসাম পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম।