লাকসামে জলবায়ু সহনশীল শহর গঠনে কর্মশালা অনুষ্ঠিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জলবায়ু সহনশীল শহর গঠনে কর্মশালা অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ

লাকসাম পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু সহনশীল শহর গঠনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে “ইপসা” ও সহযোগিতায় ছিল গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (GCA) এবং সেভ দ্য চিলড্রেন।

কর্মশালার মূল বিষয় ছিল “পিপলস্ এডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিজ”।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ৷ এ সময় বক্তব্য রাখেন, এমএল আকতার হোসেন, ডাঃ মোঃ আল এমরান, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের, শাইফুল আনারম, সাইফুর রব, মোঃ জালাল আহমেদ, মোঃ আবদুর রহমান, শিশির আচার্য্য, রাকেশ চন্দ্র পোদ্দার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা লাকসাম পৌর এলাকার কমিউনিটি ভলনারেবিলিটি অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট (CVRA), জলবায়ু ঝুঁকির প্রোফাইল, জিআইএস ম্যাপিং এবং স্থানীয় জনগোষ্ঠী নেতৃত্বাধীন অভিযোজন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগণের সম্পৃক্ততা, অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার দিকগুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করূন সঞ্চিতা তাহসিন।

বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শহরাঞ্চলে দিন দিন প্রকট আকার ধারণ করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

এ ছাড়াও কর্মশালায় লাকসাম উপজেলা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *