ব্রাহ্মণপাড়ায় ৩৫ বছর পর অবৈধ ভূমি দখলদার উচ্ছেদ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় ৩৫ বছর পর

অবৈধ ভূমি দখলদার উচ্ছেদ

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ ৩৫ বছর পর অবৈধ দখলদারকে উচ্ছেদ করে মালিককে তার জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।

গত ২৫ আগস্ট (সোমবার) বিকেলে কুমিল্লা বিজ্ঞ আদালতের রায়ের ভিত্তিতে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর আগে মৃত আবদুস সালামের কাছ থেকে ৬ শতক বাড়ির জায়গা ক্রয় করেন সাহেবাবাদ এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম। তবে জায়গা ক্রয়ের পরও মৃত কুডো মিয়ার ছেলে মনির হোসেনসহ তার ভাই-বোনেরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই জমি দখল করে আসছিল।

২০১৯ সালে জাহাঙ্গীর আলম, অবৈধ দখলদার মনির হোসেন, আমির হোসেন ও খুশি বেগমের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২১ সালে আদালত জাহাঙ্গীর আলমের পক্ষে রায় প্রদান করে।

এরপর আদালতের নির্দেশে গত ২৫ আগস্ট জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জাহাঙ্গীর আলমকে তার জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মামুন, নাজির মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আদালতের নির্দেশে পুলিশের একটি দল উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করে।

রুমিন ফারহানার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *