রুমিন ফারহানার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

রুমিন ফারহানার মিথ্যা বক্তব্যের

প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন

মোঃ শাকিল হাসান, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপির সিনিয়র মূখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের শুনানিকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি রুমিন ফারহানার অনুসারীরা তার ওপর হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় জাতীয় নাগরিক পার্টি এমসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত ২৪ আগস্ট নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানিতে তিনি বক্তব্য রাখতে গেলে রুমিন ফারহানা উঠে তার দিকে তেড়ে আসেন এবং অনুসারীদের আক্রমণের ইঙ্গিত দেন।

এরপর তার সহযোগীদের সঙ্গে তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয়।

এ সময় তার সঙ্গে থাকা বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ মুস্তফা সুমন গুরুতর আহত হন। মোঃ আতাউল্লাহ দাবি করেন, ঘটনাটি নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা আছে।

তবে সামাজিক মাধ্যমে তার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার করা হচ্ছে, যেখানে তাকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটিকে তিনি “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” বলে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, “রুমিন ফারহানা সম্প্রতি একটি টকশোতে অভিযোগ করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের বিএনপি প্রার্থী এনসিপি নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছেন।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, এই অভিযোগ কাল্পনিক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ সরাইল–আশুগঞ্জের সঙ্গে একীভূত করে নতুন সীমানার খসড়া প্রকাশ করে।

এর বিরোধিতা করে আতাউল্লাহসহ স্থানীয় রাজনৈতিক দল ও নাগরিকরা আপত্তিপত্র জমা দেন এবং আন্দোলন কর্মসূচি পালন করেন।

মোঃ আতাউল্লাহ বলেন, “জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই অখণ্ড বিজয়নগর রক্ষা হবে, ইনশাআল্লাহ।

“সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়ক আজিজুর রহমান লিটন, কেন্দ্রীয় সংগঠক জিহান মাহমুদ, আক্কাস মীর, আতিকুর রহমান আপেল, শেখ আরিফ বিল্লাহ আজিজী, সাহিল আহমদ, বিন ইয়ামিন, জয়ন্তী বিশ্বাস, নাহিদ ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে পাচারকারীসহ ৭ বাংলাদেশী আটক


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *