সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আইন আদালত চট্টগ্রাম তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে অপপ্রচারের

প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক মেম্বার মাকসুদ আলম।
সোমবার (২৫ আগষ্ট’২৫ ইং) বেলা ১১টা সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিক মাকসুদ আলম তার বক্তব্যে বলেন,বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় বেশ কয়েকদিন যাবত।
এর প্রতিবাদ জানাচ্ছি আমি তিনি বলেন, ১নং জয়াগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমি প্রায় ১৫ বছর যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসিতেছে। আপনারা আরো জানেন, আমি সোনাইমুড়ী দলিল লিখক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ আরো অনেক সামাজিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসিতেছে। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে, কে বা কার বিভিন্ন ফেক আইডির মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাকান্ড ছড়ায়। তারা আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, এই কাজগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত।
আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, লিখিত অভিযোগ দিয়েছি। তারা বলেছে, অতি দ্রুতই যাচাই-বাছাই করে সঠিক অপরাধীদের চিহ্নিত করে আইনের আওত আনবে।
আরো বলেন একটি কুচক্রী মহল গাপ্পি মেরে বসে আছে আমাকে হেয় প্রতিপন্নতা করার জন্য। তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছে। আমি এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

  https://www.sangbadtoday.com/?p=2526


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *