স্কুল মাঠে আশ্রয় কেন্দ্র নির্মাণ-প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

খেলাধুলা জাতীয় রংপুর শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

স্কুল মাঠে আশ্রয় কেন্দ্র নির্মাণ-প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ

রাজারহাটে স্কুলের খেলার মাঠ বন্ধ করে আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত।

রাজারহাটের সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বন্ধ করে আশ্রয় কেন্দ্রর ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ১:০০ টায় সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় ও সুকদেব প্রাথমিক বিদ্যালয়ের একই মাঠে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সুখদেব বালিকা বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,আইনজীবী, শিক্ষক ও সাধারণ মানুষজন অংশ গ্রহণ করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জর্জ কোর্টের আইনজীবী রায়হানুল ইসলাম কানন,বাংলাদেশ নাগরিক পার্টির রাজারহাট উপজেলার আহবায়ক ও শিক্ষক মনিবুল হক বসুনিয়া, সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবার রহমান বাবু সহ অনেকে।

আইনজীবী রায়হানুল ইসলাম কানন বলেন,“বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ বন্ধ করে ভবন নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য।

তাই মাঠ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়কে দ্রুত উদ্যোগ নিতে হবে।”

এনসিপির নেতা মনিবুল হক বসুনিয়া বলেন“বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবী শুধু শিক্ষার্থীদের নয়,এই দাবী এলাকার মানুষেরও প্রাণের দাবি।

মাঠ বন্ধ করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি।”

তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার দৃষ্টি আকর্ষণ করে সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীদের মাঠ রক্ষার দাবীটি জানান।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়—“আমাদের মাঠ ফেরত চাই, মাঠ বন্ধ করে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা চলবে না।

“খেলাধুলা আমাদের অধিকার,মাঠ বাঁচাও সরকার” ইত্যাদি।

সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাপলা,সুমাইয়া ও মহিতা তারা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করে মাঠ রক্ষার দাবী জানিয়ে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মাঠ দখল করে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসা হলে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

আশ্রয় কেন্দ্র নির্মাণের বিষয়ে সুকদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নুরুজ্জামান বলেন বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাইমারি স্কুল কাম ফ্লাড সেড প্রকল্পে প্রাইমারীর নিজস্ব জমিতে এই কাজ হচ্ছে। তবে মাঠ সংস্কীর্ন হওয়ার বিষয় টি স্বীকার করে তিনি বলেন,বিশাল একটা ভবন হবে এটা এলাকার জন্য ভালো। এই চিন্তা করেই আমরা এইখানে আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *