
চৌদ্দগ্রামে হাফেজ খতমে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজ কোরআন খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাতিসা দক্ষিণ কালিকাপুর সাহী জামে মসজিদের সামনে চান মিয়া আমিন উল্লা ফাউন্ডেশন ,সোনালী মেটাল ,ভাই ভাই চাউলের আড়ৎ এর উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক মুফতি সাহাব উদ্দিন।
দক্ষিণ কালিকাপুর শাহী জামে মসজিদের সভাপতি আবদুল মানানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাতিসা ইউনিয়ন জামাতের আমীর সাইয়েদ রাসিদুল হাসান জাহাঙ্গীর ,আমিন উল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, মডেল কলেজর প্রভাশক সোহরাব হোসেন, কালিকাপুর পেসকার বাড়ি মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম, বৈদ্দের বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন।
কালিকাপুর সামাজিক উন্নয়ন সংস্থা সভাপতি মোহাম্মদ সাহেদের পরিচালনা উপস্থিত ছিলেন চান মিয়া আমিন উল্লাহ ফাউন্ডেশন সভাপতি ডাঃ আমিন উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাষ্টার কবির আহমেদ, কালিকাপুর আল আকসা জামে মসজিদের খতিব আবুল কাসেম, মধ্যম কালিকাপুর মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ ইব্রাহিম, ইউনিয়ন জামাতের প্রচার সম্পাদক ইয়াকুব হোসেন সোহেল, এচাক মিয়া, আবদুল মালেক, সিরাজুল ইসলাম, আলী আশ্রাফ, ছালে আহমেদ, মানিক পাটোয়ারীসহ কালিকাপুর গ্রামের সকল মসজিদের মক্তবের ছাত্র ছাত্রীবৃন্দ।